Aradhona
- Ehsan Khaled
- May 11, 2023
- 1 min read
মনের দরাজ যদি খুলে দেবে আজ,
তবে কেন সখি, এত শত কাজ
দেখাও তোমার মনের অলি গলি ভাজ
দেখাও সিতার হাসি,
টোল পড়া কারুকাজ।
বীর নই আমি, নই তানসেন,
রাজ্য দেব তোমাই,
বাধবো সুরের মধুবেন।
মৌ রানী তুমি, আমি তুচ্ছ কারিগর,
দিবা স্বপ্ন দেখি, ভাবী কবে আমাই দেবে বর।
ফেনিল সুমুদ্দুরে বক হয়ে উড়ি,
তুমি আমার ক্ষীণ জসনা, বিশের চাঁদের বুড়ী।

শঙ্খ বাঁজাও, ঝঙ্কার শোনাও,
পুরনো পথিক আমি;
বহুবার পথে হেঁটে গেছি, বুঝিনি তুমি কত দামি।
হুতুম পেঁচার বরণ আমার, তুমি আসমানে ভাসা পরী,
কোন সাহসে বল আজ, পাণি চাই; মনের মিতালি গড়ি।
বাগানের কাদা ধুলো আমি, তুমি রাঙা প্রসূন,
নীল রক্ত তোমার, আমার লাল খুন।
কাঁটা বিছানো পথে কেন, তোমার বসত বাড়ি,
হারিয়ে খুঁজি, আজ তোমায় এত নারী।
প্রেমের সুধা দেবে যদি, ছিলে কোথায় এতদিন,
হারিয়েছি আমি কবে সেই, সাপুড়ে কাল বীণ।
কিসের মায়ায় বাঁধি তোমায়,
কি দিয়ে করি পূজো
হারিয়ে যদি যায় কভু,
মনের দূরবীনে খুঁজো।
ইচ্ছে করে হাতটা তোমার আলতো করে ধরি,
ইচ্ছে করে, কপোলে তোমার চুমুর আলপনা গড়ি।
ইচ্ছে গুলো আকাশ পানে, উড়ে গিয়ে আঘাত হানে,
ইচ্ছে মালিক দুয়ার দিয়ে, মুখটি তাঁর নেয় ফিরিয়ে।
তবু এই ইচ্ছে আমার, দিলাম তোমায় জানিয়ে প্রিয়,
মনের ঘরে, অল্প খানি, আবাস আমায় একটু দিও।
Comentarios